করোনা: রংপুরে ওসিসহ আরও ২১ জন আক্রান্ত

রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার ২১ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

মঙ্গলবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

ডা. একেএম নুরুন্নবী লাইজু জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে রংপুরে ১৪ জন, গাইবান্ধায় ৩ জন, কুড়িগ্রামের ৩ জন ও লালমনিরহাটের ১ জনের নমুনায় করোনা শনাক্ত হয়। নতুন করে আক্রান্ত হওয়া ২১ জনের মধ্যে তিনজন নারী ও ১৮ জন পুরুষ।

নতুন আক্রান্তদের মধ্যে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিলের একজন পুরুষ, রংপুর সদরের মমিনপুরের একজন নারী, নগরীর তাজহাট থানা পুলিশের ওসিসহ বুড়িরহাট, কেল্লাবন্দ বাজার, নার্সিং সুপারভাইজার কোয়াটার, মাছুয়াপট্টি, কামাল কাছনা, সর্দারপাড়া ক্যাডেট কলেজ, আরকে রোড ইসলামবাদ, শালবন, মাহিগঞ্জ ও নিউ আদর্শপাড়ার একজন করে এবং জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত একজন রয়েছেন।

এছাড়া গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের এক পুলিশ সদস্যসহ তিনজন, কুড়িগ্রাম সদরের একজন ও উলিপুর উপজেলার দুইজন এবং লালমনিরহাটের হাতিবান্ধায় একজন রয়েছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: