করোনা: কুমিল্লায় আক্রান্ত ছাড়াল দেড় হাজার, ৪৫ জনের মৃত্যু

কুমিল্লায় থানার এক ওসিসহ নতুন করে ৫৮ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে কুমিল্লায় এখন পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫১৪ জনে। মঙ্গলবার বিকেলে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, মঙ্গলবার পর্যন্ত কুমিল্লা থেকে মোট ১২ হাজার ৭৩২ জনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১০ হাজার ৭০২ জনের। প্রাপ্ত রিপোর্টের মধ্যে করোনা পজেটিভ এসেছে ১ হাজার ৫১৪ জনের। মঙ্গলবার নতুন করে ৫৮ জন আক্রান্ত হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা নগরীতে ২৯ জন, বরুড়ায় ৯ জন, মনোহরগঞ্জে ২ জন, দাউদকান্দিতে ৪ জন, তিতাসে ৫ জন, বুড়িচংয়ে ৬ জন, চৌদ্দগ্রামে ২ জন ও নাঙ্গলকোটে ১ জন রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮ জন সুস্থ হয়েছে। এর মধ্যে নাঙ্গলকোটে ৭, বুড়িচংয়ে ৬, চৌদ্দগ্রামে ২, বরুড়ায় ২ ও তিতাসে ১ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ২৫৮ জন।

একই সময়ে মনোহরগঞ্জ উপজেলায় ও সদর দক্ষিণে একজন করে মারা গেছেন। ফলে জেলায় করোনায় মোট মারা যাওয়ার সংখ্যা হলো ৪৫ জনে।

 

টাইমস/এইচইউ

Share this news on: