করোনা: গাজীপুরে আক্রান্ত ছাড়াল দুই হাজার, ২০ জনের মৃত্যু

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২৯ জন। এ নিয়ে গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই হাজার ১১৭ জনে। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২০ জন।

বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এসব তথ্য জানান।

সিভিল সার্জন বলেন, গাজীপুরে ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২৯ জন। তাদের মধ্যে গাজীপুর সিটি করপোরেশন ও সদরে সর্বাধিক ৭৭ জন। এছাড়া কালিয়াকৈর ও কালীগঞ্জে ১১ জন করে, কাপাসিয়ায় ১৬ জন ও শ্রীপুরে ১৪ জন।

জেলায় আক্রান্তদের মধ্যে কালিয়াকৈর উপজেলায় ২২২ জন, কালীগঞ্জে ১৮০, কাপাসিয়ায় ১৫০, শ্রীপুর উপজেলায় ২৩০ ও গাজীপুর সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকা মিলে ১৩৩৫ জন। করোনায় আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মারা গেছেন ২০ জন। বৃহস্পতিবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৩৮ জন।

তিনি আরও বলেন, গাজীপুর জেলায় বৃহস্পতিবারর পর্যন্ত ১৫ হাজার ৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পজিটিভ রিপোর্ট এসেছে দুই হাজার ১১৭ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ জন।

 

টাইমস/এইচইউ

Share this news on: