করোনা: চট্টগ্রামে একদিনে শনাক্ত ২২২, মৃত্যু ৫

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে পাঁচজন মারা গেছেন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগী দাঁড়াল ৪৮২০ জন। আর মোট মারা গেলেন ১১১ জন।

শনিবার সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী এই সব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন জানান, চট্টগ্রামে ৫টি ল্যাবে ৮৭৪ জনের করোনা পরীক্ষায় ২২২ জনের পজেটিভ এসেছে। এর মধ্যে মহানগরীতে ১৬২ জন ও বিভিন্ন উপজেলায় ৬০ জন করোনা আক্রান্ত হয়েছে। আর ২৪ ঘণ্টায় মারা গেছে ৫ জন।

ল্যাব ভিত্তিক পরীক্ষায় নগরের বিআইটিআইডিতে ২২৫টি নমুনা পরীক্ষায় ৪৫ জনের করোনা শনাক্ত হয়। যাদের মধ্যে ২২ জন নগরের ও ২৩ জন উপজেলার বাসিন্দা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৮টি নমুনা পরীক্ষায় ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এরা সবাই বাসিন্দা। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৪৪৮টি নমুনা পরীক্ষায় ১৩৭ জনের করোনা শনাক্ত হয়। যাদের মধ্যে ১২৯ জন নগরের ও ৮ জন উপজেলার বাসিন্দা। সিভাসু ল্যাবে ১২৩টি নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা শনাক্ত হয়। যাদের সবাই নগরের বাসিন্দা। এবং কক্সবাজার মেডিক্যাল কলেজে চট্টগ্রাম জেলার ২০টি নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া মারা যাওয়া ৫ জনের মধ্যে একজন চট্টগ্রাম মহানগরের এবং ৪ জন উপজেলার বাসিন্দা।

 

টাইমস/এইচইউ

 

Share this news on: