‘রেড জোনে’ সাধারণ ছুটি থাকবে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী

করোনায় সংক্রমিত রেড জোনভুক্ত এলাকায় সাধারণ ছুটি বলবৎ থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এছাড়া ইয়েলো ও গ্রীন জোনে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অফিস আদালত ও গণপরিবহন চলবে বলে জানান তিনি।

শনিবার দুপুরে অনলাইন ব্রিফিংয়ের মাধ্যমে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আগামী কিছু দিনের মধ্যেই সারা দেশে অধিক সংক্রমণ এলাকাগুলোকে চিহ্নিত করে ‘রেড জোন’ ঘোষণা করা শুরু হবে। এরপর ওই সব এলাকা লকডাউন করা হবে। লকডাউন চলাকালে রেড জোনভুক্ত এলাকায় সাধারণ ছুটি বলবৎ থাকবে।

তিনি আরও বলেন, সাধারণ ছুটিকালীন যিনি যেখানে থাকবেন, তাকে সেখানেই লকডাউনের পুরো সময় অবস্থান করতে হবে। এবার আর কোনো ছাড় দেয়া হবে না।

ফরহাদ হোসেন বলেন, রেড জোনগুলোতে কোভিড-১৯ পরীক্ষার ভ্রাম্যমাণ বুথ বসানো হবে। সেখানে চিকিৎসক ও এ্যাম্বুলেন্স থাকবে। খাবারের ব্যবস্থা করা হবে। চারপাশ থেকে ওই অঞ্চলকে ঘিরে দেয়া হবে, যেন মানুষ বাইরে বের হতে না পারে। ১৬ জুন থেকে এভাবেই চলবে।

 

টাইমস/এসএন

Share this news on: