যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেব- কিম

পৃথিবী জুড়ে করোনা মহামারী জেঁকে বসেছে। তবুও থেমে নেই দেশে দেশে যুদ্ধের হুঙ্কার। ভারত-চীন তো যুদ্ধের কিনারায় দাড়িয়ে। পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্তও বেশ উত্তপ্ত। এমন পরিস্থিতির মাঝে এবার যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেয়ার হুমকি দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

রাশিয়ার মস্কোয় অবস্থিত উত্তর কোরিয়ার দূতাবাস কিম জং উনের এই বক্তব্য বিবৃতি হিসেবে প্রকাশ করেছে। বিবৃতিতে কিম বলেছেন, কোরীয় উপদ্বীপে যে কোনো ধরনের উসকানিমূলক আচরণের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সাবধান হতে হবে। যুক্তরাষ্ট্র যদি কোরীয় উপদ্বীপে যুদ্ধের আগুন জ্বালাতে চায়, তাহলে পারমাণবিক অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেয়া হবে।

ইরানের ফার্স নিউজ জানিয়েছে, উত্তর কোরিয়ার কাছে পরমাণু অস্ত্রের পাশাপাশি যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে আঘাত হানার মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র রয়েছে। যার সফল পরীক্ষাও চালিয়েছে উত্তর কোরিয়া।

এদিকে মস্কোয় অবস্থিত উত্তর কোরিয়ার দূতাবাস বলছে, দেশটির হাতে এমন সব পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা দিয়ে যে কোনো সময় যে কাউকে পাকড়াও করা যায়। যদি কেউ উত্তর কোরিয়াকে হুমকি দেয়। এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করে দেয়া হবে।

প্রসঙ্গত, কোরীয় উপদ্বীপে মার্কিন সেনা উপস্থিতি এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে মার্কিন সেনাদের যৌথ সামরিক মহড়ার ঘোরবিরোধী উত্তর কোরিয়া। বারবার এ নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঙ্কার দিয়ে আসছেন কিম জং উন। তিনি মনে করেন, এ ধরনের সামরিক মহড়া কোরীয় উপদ্বীপে যুদ্ধ বাধানোর অপচেষ্টা।

 

টাইমস/এসএন

Share this news on: