করোনা: রাজশাহী বিভাগে আক্রান্ত ছাড়াল সাড়ে তিন হাজার

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগের আট জেলায় করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৫৬৬ জনের। বিভাগে এ পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ জন।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, প্রতিদিনই বিভাগজুড়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা। এ পর্যন্ত বিভাগের ছয় জেলায় ৪৭ জনের প্রাণ নিয়েছে করোনাভাইরাস। এর মধ্যে বগুড়ায় প্রাণ গেছে সর্বোচ্চ ৩১ জনের। পাবনায় পাঁচ, নওগাঁয় চার এবং রাজশাহী ও সিরাজগঞ্জে তিনজন করে প্রাণ হারিয়েছে করোনায়।

ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য আরও বলেন, এ পর্যন্ত বগুড়ায় সবচেয়ে বেশি দুই হাজার ৮৫ জনের করোনা ধরা পড়েছে। পাশাপাশি পাবনায় ২৭০, সিরাজগঞ্জে ২৬১, জয়পুরহাটে ২৫৩, নওগাঁয় ২৩৯, রাজশাহীতে ২৩৭, নাটোরে ১৩৫ এবং চাঁপাইনবাবগঞ্জে ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭১৭ জন। এর মধ্যে বগুড়ায় ২১৫, নওগাঁয় ১৬১, জয়পুরহাটে ১৩৬, রাজশাহীতে ৫৬, নাটোরে ৫৪, চাঁপাইনবাবগঞ্জে ৫৩, পাবনায় ২৫ এবং সিরাজগঞ্জে ১৭ জন।

 

টাইমস/এইচইউ

Share this news on: