পরিত্যক্ত স্থানে ফুটফুটে নবজাতককে ঘিরে রেখেছিল কুকুর

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে পরিত্যক্ত স্থান থেকে কাদামাখা অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে নবজাতক ইউনিট (ইওসি) ভবনের পাশ থেকে ফুটফুটে ওই শিশুটিকে উদ্ধার করা হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা নার্স মিতালী জানায়, ইওসি বিল্ডিংয়ের ড্রেনের পাশে পরিত্যক্ত স্থানে রাত আড়াইটায় বাজারের নাইট গার্ড কুকুরের চিৎকারের শব্দ শুনে শিশুটিকে দেখতে পায়। তখন শিশুটিকে কুকুরে ঘিরে রেখেছিল। পরে নবজাতকটিকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুইপার মিনতি উদ্ধার করে। শিশুটির উরু ও কোমরের পেছন দিকে কুকুরের কামড়ের দাগ রয়েছে। পরে নবজাতকটিকে ওয়ার্ডে রেখে অক্সিজেন সরবরাহ করা হয়। বৃহস্পতিবার সকালে শিশুটির উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, আমি এখনো পর্যন্ত এ ধরনের কোনো খবর শুনিনি।

 

টাইমস/এইচইউ

Share this news on: