ট্রেলারেই ইতিহাস গড়লো সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’

কিছুদিন আগে হঠাৎ করেই পরপারে পাড়ি জমিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যু আত্মহত্যা না হত্যা- এ নিয়ে এখনও চলছে রহস্য। এরই মধ্যে গত ৬ জুলাই তার অভিনীত সর্বশেষ ছবি ‘দিল বেচারা’র ট্রেলার মুক্তি দেওয়া হয়েছে। মুক্তির পর থেকেই ট্রেলারটি একের পর এক রেকর্ড ভেঙ্গে চলেছে।

জন গ্রীনের লেখা উপন্যাস “দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স” অবলম্বনে সিনেমাটি তৈরি করেছে বলিউড পরিচালক মুকেশ ছাবড়ার। এতে আরও অভিনয় করেছে সঞ্জনা সাংঘি।

‘দিল বেচারা’র ট্রেলারটি মুক্তির পর থেকে তা ইউটিউব, ফেসবুক, টুইটার জুড়ে ভাইরাল হয়েছে। মুক্তির মাত্র ৮ ঘণ্টার মধ্যেই অবিশ্বাস্যভাবে ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশি লাইক পাওয়া ভিডিও হিসেবে উঠে এসেছে এই ট্রেলারটি। যদিও এখনও পর্যন্ত এই রেকর্ড ছিল মার্বেল স্টুডিওর ছবি ‘অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার’র দখলে। যেখানে ‘ইনফিনিটি ওয়ার’ পেয়েছিল ৩.৬ মিলিয়ন লাইক সেখানে ‘দিল বেচারা’র সেই সংখ্যা দাঁড়িয়েছে ৭.৮ মিলিয়নে। ইউটিউব ট্রেন্ডিংরের এক নম্বরে রয়েছে ট্রেলারটি।

এছাড়া মাত্র ২৪ ঘণ্টায় ট্রেলারটি ফক্স স্টার হিন্দির ইউটিউব চ্যানেলে ৪৩ মিলিয়নেরও বেশি বার স্ট্রিম হয়েছে। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ইউটিউব ভিউ হওয়া বলিউড ট্রেলারের এক নম্বরে রয়েছে শাহরুখ খান অভিনীত ‘জিরো’, তবে এই সংখ্যাকেও পেছনে ফেলবে ‘দিল বেচারা’ এমনটাই আশা করছেন সুশান্ত অনুগামীরা।

সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ট্রেলারটির ভিউ হয়েছে প্রায় ৫৫ মিলিয়ন।

আগামী ২৪শে জুলাই ডিসনি হটস্টারে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। তবে ছবিটি মুক্তির আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন ৩৪ বছর বয়সী সুশান্ত। জানা গিয়েছে তাকে শ্রদ্ধা জানাতে শুধুমাত্র হটস্টার প্রাইম সদস্যরাই নয় প্রত্যেকেই বিনামূল্যে দেখতে পাবেন ছবিটি। সূত্র: ভারত বার্তা

 

টাইমস/এইচইউ

Share this news on: