অর্থনৈতিক মন্দা: সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইসরাইল

করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক মন্দার কবলে পড়েছে দখলদার ইসরাইল। ভেঙে পড়েছে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির চাকা। প্রতিদিন ইসরাইলে বেকারত্বের সংখ্যা বাড়ছে। কর্মহীন নাগরিকদের সহায়তায় সরকার এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। আর তাতে ক্ষেপেছে সাধারণ ইসরাইলি জনগন। হাজার হাজার মানুষ সরকারবিরোধী বিক্ষোভে নেমেছেন।

ইসরাইলের রাজধানী তেলআবিবের রবিন স্কয়ারে মাস্ক পরে কয়েক হাজার আন্দোলনকারী বিক্ষোভ সমাবেশ করেন। আন্দোলনকারীদের দাবি, করোনাকালে সরকারঘোষিত প্রণোদনা এখনো পায়নি তারা।

বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনকারীদের বেশিরভাগই তরুণ। যার অধিকাংশই ক্ষুদ্র ব্যবসায়ী। করোনা পরিস্থিতিতে বেকার হয়ে এসব যুবকেরা চরম অর্থনৈতিক দুরাবস্থায় পড়েছে। কিন্তু সরকার তাদের ব্যাপারে এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা না নেয়ায় তারা রাস্তায় নেমেছে।

মিশেল গেইস্ট কাসিফ নামে এক আন্দোলনকারী বিবিসিকে বলেন, আমার প্রতিষ্ঠানে ৪০ জন কর্মী আছেন। কয়েক মাস ধরে তাদের বেতন দিতে পারছি না। সরকার আমাদের প্রণোদনা দিতে চেয়েছে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই প্রণোদনা আমরা পায়নি।

এছাড়া অন্যান্য আন্দোলনকারীরা বিবিসিকে জানিয়েছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত সরকারের উচিত তাদের আর্থিক প্রণোদনা দিয়ে টিকিয়ে রাখা। মার্চ থেকে এ পর্যন্ত হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ী কাজ হারিয়ে এখন নিঃস্ব।

এদিকে ইহুদি কর্তৃত্ববাদী দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত শুক্রবার বিক্ষোভকারীদের দাবি মেনে নেয়ার কথা জানালেও আন্দোলনকারীরা তা মানছেন না। অনেক আন্দোলনকারী মনে করছেন, নেতানিয়াহু শুধু আন্দোলন থামাতে মিথ্যা আশ্বাস দিয়েছেন।

প্রসঙ্গত, ইসরাইলে মার্চের মাঝামাঝি থেকে করোনার বিস্তার ঠেকাতে কঠোর লকডাউন জারি করা হয়। এতে দেশটিতে বেকারত্ব বেড়ে যায় প্রায় ২১ শতাংশ। এছাড়া এ পর্যন্ত দেশটিতে করোনায় প্রায় ৩৪৫ জন মারা গেছেন।

 

টাইমস/এসএন

Share this news on: