করোনায় আক্রান্ত যশোরের সিভিল সার্জন

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন যশোর জেলা সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. শেখ আবু শাহীন। রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জনের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ।

তিনি জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেনোম সেন্টারের পরীক্ষায় রোববারের ফলাফলে চার জেলার আরও ৮০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে রয়েছেন যশোরের সিভিল সার্জনও। বেশ কিছুদিন তার জ্বর হওয়ায় শনিবার নিজের নমুনা দিয়েছিলেন। রোববার পাওয়া ফলাফলে জানতে পেরেছেন তার করোনা পজিটিভ।

সিভিল সার্জন বলেন, জ্বর হওয়ায় তিনি শনিবার নমুনা দিয়েছিলেন। আপাতত তিনি তার সরকারি বাংলোতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেবেন। পরে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে।

জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন হিসেবে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর আবু মাউদকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি জানান।

এ নিয়ে যশোরে করোনাভাইরাস মোকাবেলা করার জন্য গঠিত জেলা কমিটির তিন সদস্য করোনায় আক্রান্ত হলেন। প্রথম আক্রান্ত হয়েছিলেন জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায়। ইতিমধ্যে তিনি সুস্থ হয়ে উঠেছেন। পরে আক্রান্ত হন কমিটির আরেক সদস্য ও প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন। তিনি ঢাকায় চিকিৎসাধীন আছেন।

রোববার দুপুর পর্যন্ত যশোরে করোনায় মোট আক্রান্ত ৯৮৩ জন, আর সুস্থ হয়েছেন ৪৮৭ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৫ জন।

 

টাইমস/এইচইউ

Share this news on: