নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ ইসির

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাতে আচরণবিধি লঙ্ঘন না হয় সেজন্যে মাঠপর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত নির্দেশনায় ৩১ ডিসেম্বর পর্যন্ত ম্যাজিস্ট্রেট নিয়োজিত রাখার নির্দেশ দেয়া হয়।

ম্যাজিস্ট্রেটরা আচরণবিধি লঙ্ঘণের দায়ে প্রার্থী বা সমর্থকদের জরিমানা ও কারাদণ্ডে দণ্ডিত করার ক্ষমতা রাখবেন।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি উপজেলায় একজন, সিটি কর্পোরেশন এলাকায় ভৌগলিকভাবে পাশাপাশি অবস্থিত প্রতি তিন থেকে চারটি ওয়ার্ডের জন্য একজন ম্যাজিস্ট্রেট থাকবে। জেলা সদরে প্রতি পৌর এলাকায় এক থেকে দুইজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগের কথা বলা হয়েছে।

এছাড়া পাবর্ত্য এলাকায় ভৌগোলিকভাবে পাশাপাশি অবস্থিত তিন থেকে চারটি উপজেলার জন্য একজন করে ম্যাজিস্ট্রেট থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়, সহকারী রিটার্নিং কর্মকর্তা ছাড়া সহকারী কমিশনারকে (ভূমি) সংশ্লিষ্ট উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করা যাবে। এছাড়া জেলা পর্যায়ে কর্মরত প্রশাসন কর্মকর্তা বা অন্য কোনো কার্যালয়ে কর্মরত প্রশাসন কর্মকর্তাদের মধ্য থেকে নিয়োগ দেয়ার কথা জানানো হয়।

Share this news on: