খুলনা বিভাগে করোনায় সুস্থতার হার ৪৩ শতাংশ

খুলনা বিভাগে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৩২৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৪২ জন। একই সময়ে মারা গেছেন আরও ৪ জন। ফলে বিভাগে মোট ১৩২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একদিনে নতুন করে ১৪৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৩ হাজার ২৮৮ জন। এ হিসেবে বিভাগে করোনায় সুস্থ হওয়ার হার প্রায় ৪৩ শতাংশ।

মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মনজুরুল মুরশিদ।

বিভাগে নতুন শনাক্ত হওয়াদের খুলনা জেলায় ৯২ জন, বাগেরহাটে ২০, চুয়াডাঙ্গায় ৫, যশোরে ৩৭, ঝিনাইদহে ৩৭, কুষ্টিয়ায় ৪৫, মাগুরায় ২২, মেহেরপুর ৪, নড়াইলে ৩১ ও সাতক্ষীরায় ৩২ জন রয়েছেন।

বিভাগে মোট আক্রান্তদের মধ্যে খুলনায় ৩ হাজার ১৯৬ জন, যশোরে ১ হাজার ৯১ জন, কুষ্টিয়ায় ১ হাজার ১৯ জন, বাগেরহাটে ৩৪৩, চুয়াডাঙ্গায় ৩০৭, ঝিনাইদহে ৪৮৯, মাগুরায় ২৩৭, মেহেরপুরের ১০৮, নড়াইলে ৪২২ ও সাতক্ষীরায় ৪৩০ জন রয়েছেন।

এছাড়া বিভাগে মারা যাওয়াদের মধ্যে খুলনার ৪৮ জন, কুষ্টিয়ায় ১৯, যশোরে ১৭, ঝিনাইদহে ১০, সাতক্ষীরা ও নড়াইলে ৮ জন করে, মাগুরায় ৭, মেহেরপুর ও বাগেরহাটে ৬ জন করে এবং চুয়াডাঙ্গায় ৩ জন রয়েছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: