নোয়াখালীতে জলদস্যু বাহিনীর প্রধান ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ জলদস্যু বাহার বাহিনীর প্রধান বাহার (৪২) নিহত হয়েছেন। এসময় আগ্নেয়াস্ত্রসহ বাহারের চার সহযোগীকে আটক করা হয়। বৃহস্পতিবার ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের সূর্যমুখী খাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জলদস্যু কমান্ডার মো. বাহার উদ্দিন হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের কালিরচর গ্রামের শাহ আলমের ছেলে।

আটক ব্যক্তিরা হলেন- রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার মো. শাহাদাত শেখের ছেলে মো. শান্ত শেখ (২০), হাতিয়া উপজেলার বান্দাখালী গ্রামের বাদশা মাঝির ছেলে মো. ইউছুফ (৩৫), হাতিয়ার দক্ষিণ শান্তিপুর গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে আলাউদ্দিন (৪০) ও হাতিয়ার চরকৈলাস গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. মুরাদ (৩০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, মেঘনা উপকূলের শীর্ষ জলদস্যু বাহার তার বাহিনীর সদস্যদের নিয়ে সূর্যমুখী খাল এলাকায় অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযানে গেলে বাহার বাহিনীর সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করে। দু’পক্ষের গুলিবিনিময়ের একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই বাহার নিহত হন। এসময় ঘটনাস্থল থেকে ছয়টি আগ্নেয়াস্ত্রসহ বাহারের চার সহযোগীকে আটক করা হয়।

তিনি আরও জানান, হারের বিরুদ্ধে হাতিয়াসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। নিহত বাহারের মরদেহ এবং তার সহযোগীদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জলদস্যু বাহার বাহিনীর কমান্ডার বাহার উদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান হাতিয়া থানার ওসি আবুল খায়ের।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ