ভোটে মহাপরাজয়ে বিএনপির শৃঙ্খলা ভেঙে গেছে: বি চৌধুরী

একাদশ সংসদ নির্বাচনে মহাপরাজয়ের কারণে বিএনপির শৃঙ্খলা ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী। মঙ্গলবার বিকেলে বি চৌধুরী তার বারিধারার বাসভবনে বিকল্পধারায় এক যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের কমিউনিটি লিডার ও বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের বড় মেয়ে তাসনিমা মান্নান সানিয়াসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা বিকল্পধারায় যোগ দেন।

বি চৌধুরী বলেন, এবারের নির্বাচনে বিএনপির মহাপরাজয় হয়েছে। তাদের দলের শৃঙ্খলা ভেঙে গেছে। আর শেখ হাসিনা চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী হয়েছেন।

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন উন্নয়নের রাজনীতি, গণতন্ত্রের রাজনীতি, পারস্পরিক শ্রদ্ধার রাজনীতি এই তিনটিকে নিয়েই আমরা ভবিষ্যতে শান্তিপূর্ণ একটি অগ্রগামী বাংলাদেশের স্বপ্ন দেখি।

সাবেক এই রাষ্ট্রপতি আরও বলেন, গত ১০ বছরে বাংলাদেশের প্রভূত উন্নতি হয়েছে। মাথাপিছু আয় সাড়ে পাঁচশ ডলার থেকে বেড়ে এক হাজার ৭০০ ডলার হয়েছে। বাংলাদেশে বিদ্যুতের মূল্য যেখানে ৮ টাকা সেখানে পাকিস্তানে ১৬ টাকা।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি ও সন্ত্রাস। সে জন্য দুর্নীতি ও সন্ত্রাসকে রুখে দেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান তিনি।

 

টাইমস/এক্স

Share this news on: