বরিশালে চাকরির প্রলোভনে হোটেলে আটকে দুই তরুণীকে দিয়ে দেহ ব্যবসা

চাকরির প্রলোভনে আটকে রেখে দুই তরুণীকে দেহ ব্যবসা বাধ্য করানোয় বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। এসময় ওই দুই তরুণীকে উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

রোববার রাতে নগরীর দক্ষিণ চকবাজার এলাকার ‘হোটেল পায়েল’ এ অভিযান চালানো হয়। মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মো. রবিউল ইসলাম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার তিনজন হলেন- মো. সেলিম চৌকিদার, মো. আনোয়ার হোসেন ও মো. বেলাল গাজী। তারা হোটেল পায়েলের কর্মচারী। আর অভিযানে উদ্ধার এক তরুণীর (১৮) বাড়ি ঝালকাঠি এবং আরেক তরুণীর (১৯) বাড়ি বরগুনায়।

মো. রবিউল ইসলাম শামীম বলেন, চাকরি দেয়ার কথা বলে দুই তরুণীকে হোটেল পায়েলে আটকে রেখে যৌন ব্যবসায় বাধ্য করা হয়েছে- এমন খবর পেয়ে রোববার দিবাগত রাতে অভিযান চালানো হয়। এ সময় দুই তরুণীকে উদ্ধার করা হয়। সেই সঙ্গে তিন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারের পর দুই তরুণী পুলিশকে জানান, ভালো বেতনে অফিসে চাকরির কথা বলে তাদের হোটেলে এনে দেহ ব্যবসায় বাধ্য করা হয়। মাসখানেক ধরে তাদের হোটেলে আটকে রাখা হয়েছে। তাদের দিয়ে দেহ ব্যবসা করিয়ে টাকা উপার্জন করেছেন হোটেল মালিক। তারা কয়েকবার পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তবে হোটেলের লোকজন দিনরাত তাদের পাহারায় থাকেন। সে কারণে পালাতে ব্যর্থ হন তারা।

এ ঘটনায় সোমবার সকালে হোটেল পায়েলের মালিক ও তিন কর্মচারীসহ কয়েকজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার তিন কর্মচারীকে কারাগারে পাঠানো হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: