সিনহার সহযোগী দুই শিক্ষার্থীর মুক্তি দাবি

টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের সঙ্গে থাকা স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী শিপ্রা ও সিফাতের মুক্তির দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এ দাবি করেন দুই শিক্ষার্থীর সহপাঠিরা।

এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, মিথ্যা মামলা সাজিয়ে অযথা হয়রানি করা হচ্ছে মেধাবী শিক্ষার্থী শিপ্রা ও সিফাতকে।

পুলিশের করা মামলার কারণে শিপ্রা ও সিফাতের শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের দ্রুত মুক্তি দেয়ার দাবি করেন শিক্ষার্থীরা।

এদিকে, একই স্থানে সাবেক মেজর সিনহা রাশেদ নিহতের ঘটনায় দোষীদের দ্রুত বিচার দাবি করে মানববন্ধন করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি।

এর আগে গত শুক্রবার রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ সময় আটক করা হয় তার সঙ্গে থাকা রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে।

আরও পড়ুন

মেজর সিনহার সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কোথায়?

উধাও সিনহার সহযোগী সিফাতের ল্যাপটপ-হার্ডড্রাইভ

ওসি প্রদীপ কুমার দাশ পুলিশ হেফাজতে

 

টাইমস/এইচইউ

Share this news on: