ঝিনাইদহে করোনা উপসর্গে ট্রাকচালক নিহত

ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে অরুন বিশ্বাস (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে জেলা শহরের মদনমোহন পাড়ার মৃত নিমাই চন্দ্রের বিশ্বাসের ছেলে। পেশায় ট্রাক চালক ছিলেন তিনি।

তার নিকট আত্মীয় জীবন বিশ্বাস জানান, কয়েকদিন ধরে শ্বাসকষ্টসহ জ্বরে ভুগছিলেন অরুণ বিশ্বাস। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে মূমুর্ষ অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেল ৫টা ১০ মিনিটে সে মৃত্যুবরণ করে। এর আগে বেলা ১২ টার দিকে নমুনা দেওয়া হয় তার।

এ বিষয়ে ইসলামী ফাউন্ডেশন ঝিনাইদহের উপ-পরিচালক আব্দুর হামিদ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে, বুধবার রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে আরও ৩৬ জনের নমুনায় করোনা ভাইরাস ধরা পড়েছে। এ নিয়ে এ জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক হাজার ৪৮ জন। সুস্থ হয়েছে ৫৮৬ জন। এখন পর্যন্ত ১৭ জন মৃত্যু হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ১৭,শৈলকুপায় ৮, কালীগঞ্জে ৬ এবং মহেশপুরে ৫ জন রয়েছেন।

 

টাইমস/ফাতেমা/এইচইউ

Share this news on:

সর্বশেষ