এবার কক্সবাজারে হামলায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আহত

কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনা এখনো সারাদেশের আলোচিত। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই জেলার পেকুয়া উপজেলায় দুর্বৃত্তদের হামলায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সার্জেন্ট আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ মেহেরনামা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাবেক ওই সেনা সদস্যের নাম নাসির উদ্দিন। তিনি ওই এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নাসির উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে শনিবার দুপুরে নিশ্চিত করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. মোজাম্মেল হক। তিনি জানান, নাসির উদ্দিন বর্তমানে শঙ্কা মুক্ত।

হাসপাতালে চিকিৎসাধীন নাসির উদ্দিন গণ্যমাধ্যমকে জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তার বাড়ির পাশে জমিতে কিছু লোক ধানের চারা রোপণ করতে শুরু করে। তার জমিতে কেন তারা ধান রোপণ করছে- জানতে চাওয়ার সঙ্গে সঙ্গে ১২ থেকে ১৪ জন তাকে ঘিরে ধরে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে রাত ১২টার দিকে স্বজনরা তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সরকারি কাজে বাইরে আছেন জানিয়ে পেকুয়া থানার ওসি মো. কামরুল আজম জানান, সাবেক সেনা কর্মকর্তা নাসির উদ্দিন একটি অভিযোগ দায়ের করেছেন বলে থানা থেকে আমাকে জানানো হয়েছে। আমি ফিরে এটি মামলা হিসেবে গ্রহণ করবো।

 

টাইমস/এইচইউ

Share this news on: