সাবমেরিনের লাইন কাটা: কুয়াকাটা মেয়রের ভাইসহ গ্রেপ্তার ২

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনের (সিমিউই-৫) পাওয়ার ক্যাবল কাটা পড়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে মহিপুর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত দুইজন হলেন- কুয়াকাটা পৌর মেয়রের ভাই হোসেন মোল্লা ও মাটি ব্যবসায়ী আবুল হোসেন।

এর আগে রোববার রাতে কুয়াকাটা সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের সিকিউরিটি অফিসার মো. হারুন অর রশিদ মৃধা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওই মামলায় পাঁচজনের নামসহ অজ্ঞাত আরও তিনজনকে নিয়ে মোট আটজনের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়।

এ বিষয়ে মহিপুর থানার ওসি মনিরুজ্জমান বলেন, সাবমেরিনের ক্যাবল কাটার ঘটনায় সোমবার রাত তিনটার দিকে একটি মামলা হয়েছে। আমরা সোমবার দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে রোববার দুপুরে অনুমতি না নিয়ে কলাপাড়ার আলীপুরের গোড়া আমখোলাপাড়া গ্রামে বেড়িবাঁধের পাশে অবৈধভাবে স্কেবেটর দিয়ে মাটি কেটে জমি ভরাট করতে গিয়ে প্রায় দুই মিটার গভীরে থাকা সাবমেরিন ক্যাবলের সঞ্চালন লাইন কাটা পড়ে। এতে সারাদেশে ইন্টারনেটে ধীরগতি হয়ে পড়ে। খবর পেয়ে রাতেই বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রায় ১১ ঘণ্টা ইন্টারনেট সংযোগ লাইন বিচ্ছিন্ন থাকার পর রাত সাড়ে ১২টার পর ছিঁড়ে ফেলা পাওয়ার সাপ্লাই লাইন সংযোগ স্থাপন করেন প্রকৌশলীরা। এর পর স্বাভাবিক হয় ইন্টারনেট সরবরাহ।

 

টাইমস/এইচইউ

Share this news on: