করোনায় রাজশাহীতে চিকিৎসকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহীতে অধ্যাপক ডা. মোস্তাক হোসেন আনসারী (৬৫) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মোস্তাক হোসেন আনসারী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যাপক ছিলেন। তার গ্রামের বাড়ি নওগাঁর পোরশা উপজেলায়। পরিবারসহ তিনি রাজশাহী নগরীর সপুরা এলাকায় থাকতেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) আজীবন সদস্য ছিলেন।

ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৫ জুলাই ডা. আনসারীর নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ আসে। ২ আগস্ট থেকে তিনি রাজশাহী মেডিকেলে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়। কোয়ান্টাম ফাউন্ডেশন তার লাশ দাফনের ব্যবস্থা করেছে।

কোয়ান্টাম ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় পরিচালক কায়সার পারভেজ মেহেদী হাসান জানান, সোমবার সকালে রাজশাহীর গৌরহাঙ্গা কবরস্থানে ডা. মোস্তাক হোসেন আনসারীর লাশ দাফন করা হয়।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ