হোয়াইট হাউসের সামনে গোলাগুলি, প্রাণে বাঁচলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিডিয়া ব্রিফিং করার সময় হোয়াইট হাউসের বাইরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় মার্কিন প্রেসিডেন্টের সিক্রেট সার্ভিসের সদস্যরা ডোনাল্ড ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

সোমবার হোয়াইট হাউসের নিয়মিত গণমাধ্যম ব্রিফিং শুরু হওয়ার পরপরই এ ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হোয়াইট হাউসের বাইরে গোলাগুলি চলার সময় সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে ঘিরে ধরে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও মিডিয়া রুমে ফিরে আসেন ডোনাল্ড ট্রাম্প।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এঘটনায় আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা হোয়াইট হাউসের বাইরে এক ব্যক্তিকে গুলি করেছে। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। সন্দেহভাজন গুলিবিদ্ধ ব্যক্তি সশস্ত্র ছিলেন।

এদিকে গোলাগুলির ঘটনার পর মিডিয়া ব্রিফিংয়ে ফিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এটা ছিল হোয়াইট হাউসের বাইরের একটি ঘটনা। প্রাথমিক ভাবে মনে হচ্ছে, সবকিছু ভালোভাবেই নিয়ন্ত্রণে নিয়েছে আইনশৃংখলাবাহিনী।

মার্কিন প্রেসিডেন্টের সিক্রেট সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় একজন ইউএসএসএস কর্মকর্তা জড়িত ছিলেন। তদন্ত চলছে। সন্দেহভাজন ব্যক্তি ও ইউএসএসএস সার্ভিসের এক কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: