নিলামে উঠছে মহাত্মা গান্ধীর স্বর্ণের চশমা

মহাত্মা গান্ধীর ব্যবহৃত ঐতিহাসিক স্বর্ণের চশমা নিলামে তোলা হচ্ছে। বিখ্যাত চশমাটির দাম আনুমানিক ১০ হাজার পাউন্ড উঠতে পারে বলে ধারণা করছেন নিলামকারী সংস্থা। অল্প কিছু আনুষ্ঠানিকতা শেষে ইংল্যান্ডে চশমাটি নিলামে তোলা হবে।

দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের ব্রিস্টল অকশন সংস্থার কর্মকর্তা অ্যান্ডি স্টো জানান, তাদের অফিসের লেটার বক্সে একটি খামে মুড়িয়ে বিখ্যাত ওই স্বর্ণের চশমাটি রেখে যান এক ব্যক্তি। এরপর সংস্থার পক্ষ থেকে ওই চশমাটি নিলামে তোলার পরিকল্পনা করা হয়।

চশমাটির আনুমানিক দাম ১০ হাজার পাউন্ড হতে পারে উল্লেখ করে অ্যান্ডি স্টো আরও জানান, ইংল্যান্ডের এক বয়স্ক ব্যক্তির কাছে চশমাটি সংরক্ষিত ছিল। তিনি চশমাটি অনলাইন অকশনে তুলেছিলেন। অনলাইন অকশনে চশমাটির দাম উঠেছিল ছয় হাজার পাউন্ড।

বিবিসি জানিয়েছে, চশমার বর্তমান মালিকের বাবা ১৯১০ থেকে ১৯৩০ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ পেট্রোলিয়ামে চাকরি করতেন। তাকে চশমাটি উপহার দিয়েছিলেন স্বয়ং মোহন দাস করমচাঁদ গান্ধী (মহাত্মা গান্ধী)।

 

টাইমস/এসএন

Share this news on: