খুলনায় পিঠা উৎসব

যান্ত্রিক নগর জীবনে পিঠাপুলির স্বাদ নিতে খুলনা সরকারি মহিলা কলেজে শুরু হয়েছে পিঠা উৎসব।

বৃহস্পতিবার সকাল ১১টায় দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ।

পিঠা উৎসবে সভাপতিত্ব করেন খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর টি এম জাকির হোসেন। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ ও বিশেষ অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রাইনা।

প্রফেসর টি এম জাকির বলেন, গ্রামীণ ঐতিহ্যের অনেক কিছুই বিলুপ্তির পথে। সেগুলোকে টিকিয়ে রাখতে ও সবাইকে পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ উৎসবের আয়োজন। হরেক রকম পিঠার পসরা সাজিয়ে স্টল দিয়ে বসেছেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। ঐতিহ্যবাহী পিঠা পরিবেশন করে সবাইকে পরিচয় করিয়ে দেওয়াই মেলার উদ্দেশ্য।

পিঠা উৎসবের উদ্বোধন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে আমন্ত্রিত অতিথিরা পিঠার স্টল পরিদর্শন করেন।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on: