মালয়েশিয়ার নতুন রাজা সুলতান আহমদ শাহ

মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির পাহাং প্রদেশের শাসক সুলতান আহমদ শাহ।

বৃহস্পতিবার মালয়েশিয়ার ৮টি প্রদেশের সুলতানেরা তাকে সমর্থন জানিয়ে রাজা হিসেবে নির্বাচিত করেন।

সুলতান মোহাম্মদ পঞ্চমের স্থলাভিষিক্ত হলেন তিনি। আগামি ৫ বছর তিনি এ পদে থাকবে। ক্ষমতা থেকে ইস্তফা দেওয়া সদ্য সাবেক রাজা সুলতান পঞ্চম মোহাম্মদ কেলান্তানের সুলতান হিসেবেই থাকবেন।

এর আগে মে মাসে মালয়েশিয়ার প্রখ্যাত রাজনীতিবিদ আনোয়ার ইব্রাহীমকে ক্ষমা করে দিয়ে তাকে কারামুক্ত করে মালয় সরকারের ঐতিহাসিক পরিবর্তনের তত্ত্বাবধান করেন সুলতান পঞ্চম মোহাম্মদ।

বিশ্লেষকদের মতে, ক্ষমতার এই পরিবর্তন প্রক্রিয়া জনগণকে রাজতন্ত্রের প্রতি আস্থা রাখতে সহায়ক হবে।

উল্লেখ্য, ১৯৫৭ সালের ব্যবস্থা অনুসারে রাজকীয় পরিবারের সদস্যরা পর্যায়ক্রমে সিংহাসনের আরোহন করেন। রাষ্ট্রপ্রধান ও সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে প্রতি সুলতান পাঁচ বছর ক্ষমতায় থাকেন।

 

টাইমস/এমএএইচ/এইচইউ

Share this news on: