ঝিনাইদহে করোনায় আরও একজনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঝিনাইদহে মোর্শেদ বিন মাসুদ ওরফে শাহীন (৩৬) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারাযান তিনি।

শাহীন জেলা শহরের ব্যাপারী পাড়ার মৃত মাসুদুর রহমানের ছেলে। তিনি মাগুরা পানি উন্নয়ন বোর্ডে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।

জানা গেছে, গত ২৫ জুলাই তার করোনা শনাক্ত হয়। ওই দিনই তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকাতে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি মারা যান।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় গোরস্থানে তার লাশ দাফন করা হবে বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উপপরিচালক মো. আব্দুল হামিদ খান।

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় নতুন করে ৪১ জনের নমুনায় করোনা পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ৩০ জন, শৈলকুপায় ৩ জন, হরিণাকুন্ডুতে ৪ জন এবং কালীগঞ্জ উপজেলায় ৩ জন ও কোটচাদঁপুরে রয়েছেন ১ জন। এখন পর্যন্ত সর্ব মোট ১৫৬২ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯৮৭ জন। মৃত্যু হয়েছে ২৩ জনের।

 

টাইমস/ফাতেমা/এইচইউ

Share this news on: