জামিনে মুক্তি পেয়ে চাচার হাত কেটে নিল অপহরণ মামলার আসামি

অপহরণ মামলার আসামি জামিনে মুক্তি পেয়ে আপন চাচার হাতের কব্জি কেটে পানিতে ফেলে দিয়েছেন। এঘটনায় আহত আলী হোসেন মুন্সিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলী হোসেন মুন্সি স্থানীয় পেকুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

শুক্রবার সকাল ৭টার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মইয়াদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টার সময় আলী হোসেন মুন্সি অটোরিক্সাযোগে পেকুয়া বাজারে যাচ্ছিলেন। অটোরিক্সাটি মইয়াদিয়া বাজারে পৌছলে আলী হোসেনের আপন ভাতিজা আলমগীর তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এসময় আলী হোসেনের হাতের কব্জি কেটে পুকুরে ফেলে দেয় ভাতিজা আলমগীর।

এলাকাবাসী আরও জানায়, কয়েক মাস আগে আলী হোসেন মুন্সির মেয়ে অপহৃত হয়। ওই ঘটনায় বড় ভাই আশরাফ মিয়ার ছেলে আলমগীরকে আসামি করে মামলা করেন আলী হোসেন। অপহরণ মামলায় আলমগীর জেল থেকে সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন।

এ ব্যাপারে পেকুয়া থানার ওসি কামরুল আযম গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

 

টাইমস/এসএন

Share this news on: