১ সেপ্টেম্বর থেকে গণপরিবহনে আগের ভাড়া চালু -সেতুমন্ত্রী

শর্ত সাপেক্ষে ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহনে করোনা প্রাদুর্ভাবের আগের সময়ের ভাড়া কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা জানিয়েছেন।

শনিবার রাজধানীর সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে এ কথা জানান সেতুমন্ত্রী।

এর আগে গত মঙ্গলবার কুমিল্লা জোন, বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একই সিদ্ধান্ত হয়। ওই বৈঠকেও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহনের ভাড়া আগের মত করার ঘোষণা দেন।

শনিবার ভার্চুয়াল কনফারেন্সে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জনস্বার্থে ও বিদ্যমান করোনা পরিস্থিতি বিবেচনা করে শর্ত সাপেক্ষে গণপরিবহনের পুরনো ভাড়ায় ফিরে যাওয়ার বিষয়টি সরকার চিন্তা ভাবনা করছে। পরিবহনে মাস্ক পরিধান শতভাগ বাধ্যতামূলকসহ দাঁড়িয়ে কোনোভাবেই যেন যাত্রী নেয়া না হয় সেই শর্ত দেয়া হচ্ছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ