হরিণাকুণ্ডে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ছোটভাদড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নে আব্দুর রশিদ ও আব্দুল লতিফ ওরফে লতা’র মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার রাতে আব্দুর রশিদের সমর্থক নাজমুল ও লতা’র সমর্থক সবুজের মধ্যে গাজা খাওয়া নিয়ে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।

এ বিষয় হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম জানান, শুক্রবার রাতে ওই গ্রামের দুই যুবকের মধ্যে বিড়ি খাওয়া নিয়ে কথাকাটাকাটি হয়। এর জের ধরে শনিবার সকালে আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, গাজা খাওয়া নিয়ে তর্কের সূত্র ধরে সকালে সংঘর্ষের এ ঘটনাটি ঘটেছে। উভয় পক্ষের লোকজন আওয়ামী লীগের বলে দাবি করেন তিনি।

 

টাইমস/ফাতেমা/এইচইউ

Share this news on: