বেনাপোলে সোয়া ৬ কোটি টাকার স্বর্ণসহ নারী আটক

ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৯ কেজি ২০০ গ্রাম ওজনের ৫৭টি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটক স্বর্ণের আনুমানিক মূল্য ৬ কোটি ২৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার রাত ১১টার দিকে বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে ওই নারীকে স্বর্ণের বারসহ আটক করা হয়।

আটক নারীর নাম বানেছা খাতুন (৩৫)। তিনি বেনাপোলের সাদিপুর গ্রামের দুখু মিয়ার স্ত্রী।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ স্বর্ণের বার ভারতে পাচার হচ্ছে এমন গোপন খবর আসে। এর ভিত্তিতে বিজিবি সদস্যরা বেনাপোলের সাদিপুর সীমান্তে দুখুমিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৯ কেজি ২০০ গ্রাম ওজনের ৫৭ পিস স্বর্ণের বারসহ বানেছা খাতুন নামে এক গৃহবধূকে আটক করেন।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে আটক গৃহবধূ স্বীকার করেছে যে সে ও তার স্বামী দীর্ঘদিন ধরে ভারতে সোনা পাচার করে আসছে। বিনিময়ে তাদের বার প্রতি তিন হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হতো।

 

টাইমস/এইচইউ

Share this news on: