সেলফি তুলতে গিয়ে পাহাড় থেকে পড়ে ভারতীয় ক্রিকেটারের মৃত্যু

পাহাড়ে ট্র্যাকিং করতে গিয়ে ২৫০ ফুট উঁচু থেকে পড়ে মৃত্যুবরণ করেছেন ভারতের সাবেক এক ক্রিকেটার। তার নাম শিখর গাওলি। ৪৫ বছর বয়সী এই ক্রিকেটার মহারাষ্ট্র দলের হয়ে রঞ্জি ট্রফিতে দুটি ম্যাচ খেলেছেন। মৃত্যুবরণ করার আগে মহারাষ্ট্র রঞ্জি দলের ফিটনেস ট্রেইনারের দায়িত্ব পালন করতেন তিনি।

মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

লগাতপুরি পুলিশ স্টেশনের ইন্সপেক্টর অশোক রত্নপারখি ভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, বন্ধুবান্ধবের সঙ্গে লগাতপুরিতে পাহাড়ে ট্র্যাকিং করতে গিয়েছিলেন গাওলি।

তিনি বলেন, আমরা এটিকে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে ফাইল করেছি। শিখরের সঙ্গে থাকা মানুষেরা আমাদের জানিয়েছে, সেলফি তুলতে গিয়ে নিজের ভারসাম্য হারিয়ে ফেলে এবং নিচে পড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। ময়নাতদন্তের পর আমরা মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করব।

এদিকে গাওলির মৃত্যুতে শোক প্রকাশ করে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রিয়াজ বাগওয়ান বলেন, সপ্তাহ দুয়েক আগে শিখরের বাবার মৃত্যু হয়। পরিবারটি কঠিন সময়ের মধ্যে ছিল। এরইমধ্যে শিখরকে হারাল তারা। শিখর আমাদের দলের অভিজ্ঞ ও খুব কার্যকরী স্টাফ ছিল। আমরা শিগগিরই শিখরের পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়িতে যাব।

দলের অধিনায়ক অঙ্কিত বাবনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ফিটনেস ট্রেইনার শিখরের। তার মৃত্যুতে রীতিমতো বাকহারা অঙ্কিত। তিনি বলেন, মহারাষ্ট্রের হয়ে খেলা শুরুর পর থেকেই শিখর স্যারের সঙ্গে আমার পরিচয়। তিনি খেলোয়াড়দের পরিবারের সদস্যের মতোই ছিলেন। তার সঙ্গে অনুশীলন না করে কখনও ব্যাটিং করতে নামতাম না আমি।

ভারতের জাতীয় ক্রিকেট দল ও মহারাষ্ট্রের ব্যাটসম্যান কেদার যাদভ বলেন, তিনি খুবই কর্মঠ এবং সবার প্রতি সাহায্যপূর্ণ মনোভাব রাখতেন। ট্রেইনার হিসেবে তার তুলনা হয় না। সবসময় হাসিমুখে আমাদের উন্নতিই চাইতেন। মহারাষ্ট্র খেলোয়াড়রা এবং ব্যক্তিগতভাবে আমিও তাকে অনেক মিস করব।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
সকালে এই ৫ পানীয় পান করলেই সুন্দর হবে চুল May 07, 2024
img
সোনার দাম ভরিতে বাড়ল সাড়ে ৪ হাজার টাকা May 07, 2024
img
৪ বছরের মধ্যে ব্যাটারি রিপ্লেসমেন্ট সুবিধা নিয়ে এলো ভিভো ভি৩০ লাইট May 07, 2024
img
রোমাঞ্চকর জয়ে সিরিজ বাংলাদেশের May 07, 2024
img
কুষ্টিয়ায় বেঙ্গল টোব্যাকো গোডাউনে অভিযান: রাজস্ব ফাঁকির অভিযোগ May 07, 2024
img
উন্নয়ন প্রকল্প গ্রহণ করার আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনা করুন : প্রধানমন্ত্রী May 07, 2024
img
বান্দরবানে যৌথ অভিযানে কেএনএফের এক সন্ত্রাসী নিহত, বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার May 07, 2024
img
ব্র্যাক ড্রাইভিং স্কুল-এর প্রশিক্ষণ উন্নয়নে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা May 07, 2024
img
ভোট কেন্দ্রে অনুপ্রবেশকারীদের প্রতি সিইসির কঠোর হুঁশিয়ারি May 07, 2024
img
ইউটিউব ট্রেন্ডিংয়ে কোক স্টুডিও বাংলা, ফের সমালোচনা May 07, 2024