নারায়ণগঞ্জে পানির লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

এবার নারায়ণগঞ্জ শহরের একটি মসজিদে পানির পাইপ লাইন পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মনির হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। মনির হোসেনের বাড়ি মুন্সিগঞ্জে। তিনি মসজিদের পাশেই একটি বাসায় ভাড়া থাকতেন। এ সময় মসজিদের মুয়াজ্জিন সোলাইমান হোসেন আহত হন।

শুক্রবার সকালে বাবুরাইল এলাকার বায়তুল ফালাহ জামে মসজিদের তৃতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, বাইতুল ফালাহ জামে মসজিদের অজুখানায় পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। তখন স্যানিটারি মিস্ত্রি মনির হোসেন পানির ট্যাংকির ওপর দাড়িয়ে রড দিয়ে পাইপলাইন পরিষ্কার করছিলেন। এসময় অসতর্কতার কারণে লোহার রড পার্শ্ববর্তী বিদ্যুতের লাইনে স্পর্শ করে। এতে মনির হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন তলা থেকে নিচে পড়ে যান।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মনির হোসেনকে মৃত ঘোষণা করেন।

 

টাইমস/এসএন

Share this news on: