করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে ১৬ অক্টোবর সিনেমা হল চালু: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলছেন, করোনা পরিস্থিতি এখন যে পর্যায়ে আছে সেটি যদি কমতে থাকে তাহলে ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খুলতে পারি। তবে সেটি প্রধানমন্ত্রী অনুমতিক্রমে। হলগুলোতে স্বাস্থ্যবিধি মানতে হবে। অর্ধেক দর্শক নিয়ে সিনেমা হল চলবে। করোনা পরিস্থিতি অবনতি হলে সিদ্ধান্ত ভিন্নতর হবে।

সোমবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ে হল মালিক সমিতির সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, যেহেতু করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। বিনোদনকেন্দ্র খুলে দেয়া হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। সামগ্রিক বিষয় বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতাদের এ সিদ্ধান্তের কথা জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

বৈঠক শেষে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি মিয়া আলাউদ্দিন বলেন, ১৬ অক্টোবর থেকে দেশের সব সিনেমা হল খুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্তের কথা তথ্যমন্ত্রী আমাদের জানিয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হল খোলার প্রস্তুতি নিচ্ছি আমরা।

এসময় তথ্য সচিব কামনুর নাহার, চলচিত্র প্রদর্শক সমিতির সাবেক প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, শরফুদ্দিন এলাহী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে ১৮ মার্চ থেকে দেশের সব সিনেমা হল বন্ধ রয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: