৪০ হাজার গানের ভারতীয় শিল্পী বালাসুব্রহ্মণ্যম আর নেই

ভারতের জাতীয় পুরস্কারজয়ী ও ৪০ হাজার গানে কণ্ঠ দেয়া প্রখ্যাত সংগীত শিল্পী এসপি বালাসুব্রহ্মণ্যম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার দুপুরে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

করোনায় আক্রান্ত হয়ে গত দেড় মাসেরও বেশি সময় ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, গত ৫ আগস্ট চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হন বালাসুব্রহ্মণ্যম। পরে করোনা পরীক্ষায় তার রেজাল্ট পজিটিভ আসে। এরপর থেকে ওই হাসপাতালেই করোনার চিকিৎসা নিচ্ছিলেন বালাসুব্রহ্মণ্যম।

কিন্তু দিন দিন শারীরিক অবস্থার অবনতি হলে প্রখ্যাত এ শিল্পীকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে তিনি আরও অসুস্থ হয়ে গেলে তাকে ভেন্টিলেশনে নেয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ভারতের জাতীয় পুরস্কার জয়ী এ সংগীতশিল্পী দক্ষিণ ভারতের পাশাপাশি বলিউডের বহু ছবিতে অসংখ্য গান উপহার দিয়েছেন। বলিউড স্টার সালমান খান অভিনীত অধিকাংশ সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন এসপি বালাসুব্রহ্মণ্যম।

 

টাইমস/এসএন

Share this news on: