এবার নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন পুতিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরে এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস-এর বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, বিখ্যাত রুশ লেখক হের্গেই কোমকভের নেতৃত্বে লেখকদের একটি সংগঠন পুতিনের নাম মনোনীত করে নোবেল কমিটির কাছে বিবেচনার জন্য পাঠিয়েছে।

লেখকদের ওই সংগঠনের দাবি, বিশ্বে শান্তি স্থাপনে ট্রাম্প এবং নেতানিয়াহুর তুলনায় অনেক বেশি উদ্যোগী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাই তাকে যেন এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এর আগে ২০১৩ সালেও নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন পুতিন।

প্রসঙ্গত, আগামী ৯ অক্টোবর চলতি বছরের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এবছর নোবেল পুরস্কারের সবকটি ক্যাটাগরিতে এরই মধ্যে বহু ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম মনোনয়নের জন্য পাঠানো হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: