ইসরাইলকে ঠেকাতে দীর্ঘদিন পর হামাস-ফাতাহ'র ঐক্য

ফিলিস্তিনিদের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলি ষড়যন্ত্র প্রতিহত করার জন্য দীর্ঘদিন পর হামাসের সঙ্গে ঐক্য গড়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন ফাতাহ। এরই মধ্যে ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় সংগ্রামে নিয়োজিত এ দুটি সংগঠন সমঝোতায় পৌছেছে।

শনিবার ফাতাহ আন্দোলনের উপপ্রধান মাহমুদ আলাওল পশ্চিমতীরে এক বক্তব্যে এ কথা জানান।

তুরস্কের আনাদোলু এজেন্সি ও জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, শনিবার কাতারের রাজধানী দোহায় হামাস ও ফাতাহ আন্দোলনের শীর্ষপর্যায়ের নেতারা বৈঠকে মিলিত হন। বৈঠকে হামাস ও ফাতাহ আন্দোলনের মধ্যে ঐক্য ও সংহতি জোরদার করার ওপর গুরুত্বারোপ করে দুই সংগঠনের শীর্ষ নেতারা।

বৈঠকে ফাতাহ আন্দোলনের উপপ্রধান মাহমুদ আলাওল বলেন, আমেরিকা ও ইসরাইলের পক্ষ থেকে যে কোনো ষড়যন্ত্রমূলক পরিকল্পনার বাস্তবায়ন রুখতে ফিলিস্তিনি সংগ্রামী দলগুলো ঐক্যমতে পৌছেছে। সকল সংগঠন এখন একসঙ্গে হাত মিলিয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ ও ফিলিস্তিনের সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার নেতৃত্বাধীন হামাস তুরস্কের ইস্তাম্বুলে এক বৈঠকে মিলিত হয়।

বৈঠক শেষে এক বিবৃতিতে ফিলিস্তিনিদের অধিকার রক্ষা ও স্বাধীনতা সংগ্রাম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে হামাস ও ফাতাহ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলে জানানো হয়।

 

টাইমস/এসএন

Share this news on: