দূতাবাস নয়, ভিসার মেয়াদ বাড়ানো যাবে সৌদি অনুমোদিত এজেন্সির মাধ্যমে

রাজধানীর গুলশানে সৌদি আরবের দূতাবাসের সামনে রবিবার ভোর থেকেই জড়ো হতে থাকেন প্রবাসীরা। ছুটিতে দেশে এসে আটকা পড়া প্রবাসীদের যাদের ভিসার মেয়াদ নেই তারা এসেছেন মেয়াদ বৃদ্ধির আবেদন করতে। সকাল ৯টার দিকে দূতাবাসের কার্যক্রম চালু হলে প্রবাসীদের জানানো হয় দূতাবাসে নয়, দূতাবাস অনুমোদিত এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে।

দূতাবা‌সের নি‌র্দেশনায় বলা হ‌য়ে‌ছে, অনু‌মো‌দিত সা‌র্ভিস সেন্টা‌রে নতুন ভিসা ইস‌্যু, মেয়াদ বৃ‌দ্ধি ও বা‌তি‌লের আ‌বেদন গ্রহণ করা হয়। দূতাবা‌সের ও‌য়েবসাই‌টে ৩১টি অনু‌মো‌দিত সা‌র্ভিস সেন্টা‌রের তা‌লিকা দেওয়া আ‌ছে। ভিসা সংক্রান্ত বিষ‌য়ে সেখা‌নে যোগা‌যোগ কর‌তে বলা হ‌য়ে‌ছে।

এদিকে আজও হোটেল সোনারগাঁওয়ে অবস্থিত সাউদিয়া এয়ারলাইন্সের অফিসের সামনে টিকিটির জন্য ভিড় করেন প্রবাসীরা। আজ দেয়া হবে টোকেনধারী ৫০০ জনের টিকিট। নতুন করে টোকেন দেয়া হবে ৪ অক্টোবর থেকে। যাদের ভিসার মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হবে তাদের অগ্রাধিকার দিয়ে টিকিট দেয়া হচ্ছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: