বাবা হারা হলেন অভিনেতা আফরান নিশো

মারা গেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বাবা মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ মিয়া ভোলা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

হাসপাতালের ডিউটি ম্যানেজার লুৎফুল কবির জানান, ফুসফুসে ক্যানসারজনিত রোগে ভুগে মারা গেছেন নিশোর বাবা। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভার-সংক্রান্ত শারীরিক জটিলতায়ও ভুগছিলেন।

মো. আবদুল হামিদ মিয়া টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ান জানান, এক মাস ধরে অসুস্থ ছিলেন মো. আবদুল হামিদ মিয়া। তাকে ২০-২২ দিন আগে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন।

তিনি আরও জানান, নিশোর বাবা ভর্তি ছিলেন হাসপাতালের নন-কোভিড ইউনিটের আইসিইউতে। তার দেহে করোনা শনাক্ত হয়নি।

আরেক নাটক নির্মাতা কাজল আরেফিন জানান, ক্যানসারের পাশাপাশি নিশোর বাবার কিডনিতেও সমস্যা ছিল। এ ছাড়া তিনি লিভারের রোগেও ভুগছিলেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: