হাসপাতালে ডোনাল্ড ট্রাম্প

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার একদিন না যেতেই হাসপাতালে ভর্তি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অতিরিক্ত সতর্কতা অবলম্বন ও চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের প্রতিবেদনে বলছে, করোনা শনাক্তের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নেয়া হয়েছে।

বাড়তি সতর্কতার অংশ হিসেবেই তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। যদিও এখন পর্যন্ত করোনার কোন শক্ত উপসর্গ ট্রাম্পের শরীরে দেখা মিলেনি। তবে হাসপাতালে নেয়ার সময় প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্লান্ত দেখাচ্ছিল। তিনি শান্ত ছিলেন।

হোয়াইট হাউসের একটি সূত্র সিএনএন’কে জানায়, প্রেসিডেন্টের বহনকারী স্পেশাল হেলিকপ্টার মেরিন ওয়ান হোয়াইট হাউস প্রাঙ্গণ থেকে ট্রাম্পকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়।

এর আগে, করোনা ভাইরাসের 'উপসর্গ' দেখা দেয়ায় গত বুধবার রাতে ৭৪ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের শরীরে। বর্তমান মেলানিয়া ট্রাম্প হোম কোয়ারেন্টিনে আছেন।

আরও পড়ুন-

ট্রাম্প ও মেলানিয়া করোনা আক্রান্ত

 

টাইমস/এসএন

Share this news on: