চাচার ভয়ে বাড়িছাড়া দুই শিশু : ব্যবস্থা নিতে মধ্যরাতে হাইকোর্টের আদেশ

বাবা মারা যাওয়ার পরে দুই শিশুকে আর বাড়িতে ঢুকতে দিচ্ছে না তাদের চাচা। অমানবিক এমন বিষয় নিয়ে শনিবার রাতে একটি বেসরকারি টেলিভিশনে টকশোতে আলোচনা করছিলেন অতিথিরা। বিষয়টি হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের নজরে আসে। আর তাৎক্ষনিক ভাবে স্বপ্রণোদিত হয়ে সংশ্লিষ্ট বিষয়ে আদেশ দেন তিনি।

ওই টকশোতে অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ। তিনি ওই দুই শিশুর বিষষে টকশোতে আলোচনা করছিলেন।

এ বিষয়ে আইনজীবী মনজিল মোরসেদ গণমাধ্যমকে জানান, রাত সাড়ে এগারোটার দিকে একাত্তর টিভির একাত্তর জার্নালে আমি যুক্ত ছিলাম। অনুষ্ঠানে ‘বাবা মারা যাওয়ার পরে দুটি শিশুকে তার চাচা বাড়িতে ঢুকতে দিচ্ছেনা’ বিষয়ে আলোচনা চলছিল। আলোচনাটি হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের নজরে আসে। এরপর তিনি ওই রাতেই সংশ্লিষ্ট বিষয়ে আদেশ দেন।

আদেশে দুই শিশুকে তাদের বাসায় নিরাপদে রেখে আসতে ধানমণ্ডি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান।

জানা গেছে, ওই দুই শিশু সাবেক অ্যাটর্নি জেনারেল প্রয়াত ব্যারিস্টার কে এস নবীর নাতি। দুই শিশুর বাবা কিছুদিন আগে মারা গেছেন। এরপর দুই শিশুকে আর বাসায় ঢুকতে দিচ্ছে না তাদের চাচা।

এ ব্যাপারে ধানমণ্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া গণমাধ্যমকে বলেন, আমরা খুব সুন্দর ভাবে দুই শিশুকে রাত দেড়টার দিকে তাদের বাসায় পৌঁছে দিয়েছি। এছাড়া শিশুর চাচার ওপর আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারী রাখা হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ইউসিবির সঙ্গে একীভূত না হওয়ার সিদ্ধান্ত ন্যাশনাল ব্যাংকের Apr 28, 2024
img
চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা Apr 28, 2024
img
ঢাকা-রাজশাহীসহ ৫ জেলায় সোমবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ Apr 28, 2024
রহস্যময় MKS-ব্যাট দিয়ে খেললেই ব্যাটাররা পাবে বেশি বেশি চার-ছক্কার দেখা! Apr 28, 2024
টায়ার থে'রাপিতে তৈরি হচ্ছেন পেসার নাহিদ রানা Apr 28, 2024
img
পদ্মা সেতুতে দেড় হাজার কোটি টাকা টোল আদায়ের মাইলফলক Apr 28, 2024
তাপপ্রবাহের মধ্যে স্কুল খোলায় অসন্তুষ্ট অভিভাবকরা Apr 28, 2024
অপু, বুবলিকে বাদ দিয়ে কবে কখন তৃতীয় বিয়ে করছেন শাকিব খান ? Apr 28, 2024
হাথুরুর আমলে টিকতে পারবেন তো নতুন স্পিন কোচ মুশতাক আহমেদ? Apr 28, 2024
img
এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স এলো ১৬৮ কোটি ডলার Apr 28, 2024