নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু আজ

এবছরের নোবেল বিজয়ীদের প্রথম নাম ঘোষণা শুরু হবে আজ সোমবার। চিকিৎসায় বিশেষ অবদানের জন্য নোবেল জয়ী কৃতি ব্যক্তিদের নাম আজ ঘোষণা করা যাবে।

সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশ সময় সোমবার বিকালে এক অনুষ্ঠানে নোবেল কমিটি বিজয়ীদের নাম ঘোষণা দেবে। এ বছর কে বা কারা চিকিৎসায় নোবেল পেতে পারেন বা এসংক্রান্ত সংক্ষিপ্ত তালিকার কোনো কিছুই এখনো জানা যায়নি।

কোন নোবেল কবে ঘোষণা:

৬ অক্টোবর পদার্থবিজ্ঞান
৭ অক্টোবর রসায়ন
৮ অক্টোবর সাহিত্য
৯ অক্টোবর শান্তি এবং
১২ অক্টোবর অর্থনীতি

পদার্থবিদ্যা, রসায়ন এবং অর্থনীতিতে নোবেল বিজয়ী বা বিজয়ীদের নাম ঘোষণা করবে সুইডেনের দ্য রয়্যাল ইনস্টিটিউট অব সায়েন্স। এ ছাড়া দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি থেকে সাহিত্য এবং নরওয়ের রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে নোবেল বিজয়ী অথবা বিজয়ীদের নাম ঘোষণা করবে।

 

টাইমস/এসএন

Share this news on: