ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে শাহবাগে অবরোধ

সিলেটের তরুণী গণধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনসহ সারাদেশে সংঘটিত নিপীড়নের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে সম্মিলিত ছাত্র-জনতা।

সোমবার নোয়াখালীর ঘটনাসহ সব ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে তারা। বেলা ১১টায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও প্রগতিশীল ছাত্রজোটের আহ্বানে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গণঅবস্থান কর্মসূচির ডাক দেয়া হয়।

গণঅবস্থানে ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলে জাদুঘরের সামনে থেকে সরে শাহবাগ মোড় অবরোধ করে স্লোগান দেয় তারা।

এ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের নেতারা।

এদিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ চলছে বলে জানা গেছে।

 

টাইমস/এসএন

Share this news on: