নির্বাচনে কারচুপি: বিক্ষোভের মুখে কিরগিজিস্তানে সরকার পতন

বিরোধীদলের বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করেছেন কিরগিজিস্তানের প্রধানমন্ত্রী কুবাতবেক বরোনভ। কিরগিজিস্তানের সংসদ প্রেস সার্ভিসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইরানি গণমাধ্যম পার্সটুডে।

সদ্য সমাপ্ত নির্বাচন বাতিলের দাবিতে বেশ কিছুদিন ধরে দেশটির সরকার পরিবর্তনের আন্দোলনে নামে বিরোধী দলগুলো। মঙ্গলবার বিরোধীরা বিক্ষোভের এক পর্যায়ে জাতীয় সংসদ ভবন, প্রেসিডেন্ট প্রাসাদ ও দেশটির প্রধান নিরাপত্তা ভবন দখল করে নেয়। এসময় বিক্ষোভকারীরা নির্বাচন কমিশনকে সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনের ফলাফল বাতিল করতে বাধ্য করেন।

কিরগিজিস্তানের প্রধানমন্ত্রী কুবাতবেক বরোনভ

পরে পরিস্থিতি প্রতিকূল বুঝে কিরগিজিস্তানের ক্ষমতা থেকে সরে দাড়ান প্রধানমন্ত্রী কুবাতবেক। সংসদের পক্ষ থেকে বিরোধী রাজনীতিক সাদির ঝাপারভকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে কারচুপির অভিযোগে গত রোববার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ শুরু করে বিরোধীরা। তবে বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করার আগেই দেশটির প্রেসিডেন্ট সুরোনবাই জিনবেকভ আত্মগোপনে চলে গেছেন।

 

টাইমস/এসএন

Share this news on: