করোনায় আক্রান্ত হলেন মার্কিন সেনাপ্রধান

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল মার্ক মিল্লি। পেন্টাগনের বরাত দিয়ে এ খবর দিয়েছে এএফপি ও গার্ডিয়ান। তিনি এখন কোয়ারেন্টিনে রয়েছেন।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, মার্কিন জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিল্লি ও ভাইস-চেয়ারম্যান জেনারেল জন হেইটেন করোনা আক্রান্ত হয়েছেন। তারা এখন কোয়ারেন্টিন মেনে চলছেন।

এছাড়া দেশটির কোস্টগার্ডের ভাইস কমান্ড্যান্ট অ্যাডমিরাল চার্লস ডব্লিউ রে নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন। মার্কিন এই নৌ কর্মকর্তার সংস্পর্শে আসা অন্যান্য সামরিক কর্মকর্তাদের এরই মধ্যে করোনা পরীক্ষা করা হয়েছে।

এদিকে ক্ষমতাধর মার্কিন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা একের পর এক করোনায় আক্রান্ত হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে। ডালপালা মেলেছে নানা ধরণের গুজব।

তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, করোনার প্রভাবে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর নিয়মিত অভিযান, তদারকি, নজরদারি ও মিশনে কোনো পরিবর্তন আসবে না।

 

টাইমস/এসএন

Share this news on: