ফ্রি খাবারের কুপন আনতে গিয়ে ২ বৃদ্ধা নিহত

মালয়েশিয়ায় ফ্রি খাবারের কুপন আনতে গিয়ে ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে দুই বৃদ্ধা নিহত হয়েছেন।

সোমবার রাজধানী কুয়ালালামপুরে পুদু জেলায় পুদু ইন্টিগ্রেটেড কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেটে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ল ইওন নাং (৭৮) ও আহ পোহ (৮৫)। দুজনই মালয়েশিয়ার নাগরিক।

বিবিসির খবরে বলা হয়েছে, নতুন বছর উপলক্ষে আগামী সপ্তাহকে সামনে রেখে পুদু ইন্টিগ্রেটেড কমার্শিয়াল কমপ্লেক্সের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ফ্রি খাবারের আয়োজন করেছিল। শুধু বয়োজ্যেষ্ঠ লোকজনকে এ কুপন দেয়া হচ্ছিল।

মাত্র ২০০টি কুপন দেয়া হয়। অথচ এ জন্য জড়ো হয়েছিলেন হাজারের বেশি মানুষ। ঘটনার সময় মোট চারজন পড়ে গিয়েছিল।

মার্কেটের একজন নিরাপত্তারক্ষী স্থানীয় গণমাধ্যমকে জানায়, তিনি চিৎকার শুনেছেন এবং লোকজনকে ঠেলাঠেলি করতে দেখেছেন।

৬২ বছর বয়সী এই নিরাপত্তারক্ষী বলেন, কুপন রেজিস্ট্রি করতে একই সময়ে চারজনকে অফিসে ঢোকানো হচ্ছিল। কিন্তু অনেকে সারি ভেঙে ধাক্কাধাক্কি শুরু করেন।

পুলিশ চিফ অ্যাসিসট্যান্ট কমিশনার শাহারুদ্দিন আবদুল্লাহ স্থানীয় গণমাধ্যমকে বলেন, নিহত দুজনেরই লাশই মাটিতে পড়ে ছিল। সেখানে থাকা অন্য বয়স্ক ব্যক্তিদেরও শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।

 

টাইমস/এক্স

Share this news on: