হাত-পা ভেঙে জমি দখল করে নেয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

রাজশাহীতে হাত-পা ভেঙে জমি দখল করে নেয়ায় এমরুল হাসান (৪০) নামে এক ব্যক্তি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। প্রতিবেশীরা হাত-পা ভেঙে তার জমি দখল করে নেয়ায় তিনি আত্মহত্যা করেন বলে এমরুল হাসান একটি চিরকুট লিখে গেছেন।

বুধবার সকালে রাজশাহী নগরীর বিলশিমলা বন্ধগেট এলাকা থেকে ওই ব্যক্তির দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত এমরুল হাসান চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ঘাটনগর গ্রামের ফিটু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, নিহত এমরুলের পকেট থেকে একটি চিরকুট বা সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সুইসাইড নোটে নিজের কিছু ধার-দেনার কথা লিখেছেন এমরুল হাসান।

তবে আত্মহত্যার প্ররোচনার জন্য দায়ি হিসেবে তিনি প্রতিবেশী জালাল, কালাম ও তাদের ছেলে রানার নাম লিখেছেন।

চিরকুটে এমরুল হাসান লিখেছেন, ‘জালাল, কালাম ও তাদের ছেলে রানা আমার হাত-পা ভেঙে জমি দখল করে নিয়েছে। এটা আমাকে অনেক হিট করেছে। আমি জ্বলে পুড়ে যাচ্ছিলাম।’

সুইসাইড নোটে এমরুল হাসান আরও লিখেছেন, ‘আমার জীবনে আমার আপনজন আমার মা, স্ত্রী ও বেটি (মেয়ে)। তিনজন আমার প্রিয়। আমাকে আর ভালো লাগছে না। আমার লেখা কাগজ দুইটা আমার স্ত্রীকে দেবেন। কাগজের ফটোকপি পুলিশকে দেবেন। কাগজের মেইন কপি দুইটা আমার স্ত্রীকে দেবেন।’

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এমরুল ক্র্যাচে ভর দিয়ে রেললাইনের পাশ দিয়ে হাটছিলেন। ওই সময় রাজশাহী থেকে রহনপুরগামী কমিউটার ট্রেনটি চলে আসে। ট্রেনটি কাছে আসা মাত্রই এমরুল রেললাইনে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত এমরুলের স্ত্রী আয়েশা বেগম গণমাধ্যমকে বলেন, গত সোমবার স্বামীর চিকিৎসার জন্য আমরা রাজশাহী এসেছি। নগরীর তেরোখাদিয়া এলাকায় আমার বোনের বাসায় উঠেছি। সকালে চা পান করতে বের হন আমার স্বামী। পরে লোকজন খবর দেন যে, তিনি আত্মহত্যা করেছেন।

আয়েশা বেগম জানান, প্রায় পাঁচ মাস আগে প্রতিবেশী জালাল ও কালাম তাদের জমি দখল করে বাড়ি করেছেন। এমরুল বাঁধা দিতে গেলে পিটিয়ে তার হাত ও পা ভেঙে দিয়েছে জালাল ও কালাম গং। এ ঘটনার পর থেকেই এমরুল হাসান মানসিক ভাবে ভেঙে পড়েন।

রাজশাহী রেলওয়ে থানার ওসি শাহ কামাল গণমাধ্যমকে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনত ব্যবস্থা নেয়া হবে।

 

টাইমস/এসএন

Share this news on: