বিএনপি-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল ছুড়ে।

বুধবার (১৪ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।

জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসতে থাকেন মনোনয়নপ্রত্যাশীরা। এসময় পুলিশ দলটির নেতাকর্মীদের রাস্তা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে। ব্যর্থ হয়ে পুলিশ দলটির নেতাকর্মীদের ওপর চড়াও হয়। এরপর বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্ট হয়। এতে দলটির বেশ কিছু নেতাকর্মী আহত হন।

এসময় পুলিশের একটি পিকঅ্যাপ ভ্যান ও প্রাইভেট কার পুড়িয়ে দেয়া হয়।

বিএনপির দাবি, সংঘর্ষে বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। বর্তমানে পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। পুলিশ সদস্যরা নাইটিঙ্গেল মোড়ে আর বিএনপি নেতাকর্মীরা স্কাউট ভবনের মার্কেটের সামনে অবস্থান করছেন।

Share this news on: