করোনার ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ

ছয় কোটি ৮০ লাখ ডোজ করোনার ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ। গ্যাভি কোভ্যাক্স সুবিধা থেকে বাংলাদেশ এ ভ্যাকসিন পাবে।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের মা, শিশু ও কৈশোর স্বাস্থ্য কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক এ তথ্য জানান।

তিনি আরও জানান, গত জুলাই মাসের শুরুর দিকে বাংলাদেশ কোভ্যাক্সে আবেদন করে এবং গ্যাভি সেটি গ্রহণ করে গত ১৪ জুলাই। প্রথমে ৩৪ মিলিয়ন বা তিন কোটি ৪০ লাখ মানুষের জন্য প্রথম ধাপে করোনার ভ্যাকসিন পাবে বাংলাদেশ ।

আগামী ২০২১ সালের মধ্যে মোট জনসংখ্যার শতকরা ২০ শতাংশ হারে ধাপে ধাপে এই ভ্যাকসিন পাবে বাংলাদেশ। বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: