ঝিনাইদহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

 

‘কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি’ প্রতিপাদ্যে ঝিনাইদহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে মানববন্ধনের আয়োজন করা হয়।

বুধবার সকাল ১০টায় জেলা শহরের পায়রা চত্বরে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন সরকারি- বেসরকারি ও সেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোকলেদা খানম মিম, সনাক সদস্য সুরাইয়া পারভীন মলি, মানবাধিকার কর্মী নুরুন্নাহার কুসুম, ‘উই’ এর নির্বাহী পরিচালক শরিফা খাতুন প্রমুখ।

 

টাইমস/এফএ/এসএন

Share this news on: