ভ্যাকসিন নিয়ে ব্যবসার পায়তারা চলছে: ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, করোনাভাইরাসের টিকা নিয়ে দেশে ব্যবসার পাঁয়তারা হচ্ছে। যে ভ্যাকসিন এখনো সঠিক কিনা তা প্রমাণিত হয়নি, সেই ভ্যাকসিন আমরা প্রতি পিস পাঁচ ডলার দিয়ে কিনে ফেলেছি। এটা কী রকম ব্যবসা?

শনিবার দুপুরে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে ইঙ্গিত করে এসব কথা বলেন জাফরুল্লাহ চৌধুরী।

তিনি আরও বলেন, তিন ডলারে কিনে পাঁচ ডলারে বিক্রি করবে এসব ভ্যাকসিন। আজকে তারা দুই ডলার করে লাভ করবে। সম্ভবত সরকার যে ১৫০০ কোটি টাকা ভ্যাকসিনের জন্য বরাদ্দ করেছে, তা অগ্রিম উনি (সালমান রহমান) নিয়ে নিয়েছেন। কিন্তু ভ্যাকসিনের তো কোনো দেখা নেই।

অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ আরও বলেন, আমরা ভ্যাকসিনের জন্য ভারতের দিকে চেয়ে আছি। আমরা কীভাবে সুযোগটা হারিয়েছি? সিনোভ্যাক বিনা পয়সায় আমাদের এখানে আসতে চাইলো। আমরা তাদের ট্রায়ালের সুযোগ দিলাম না। এখন আমরা ভ্যাকসিনের জন্য তাদের পিছনে ঘুরছি। সরকার আসলো জনগনের কথা চিন্তাই করে না।

জানা গেছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ করোনাভাইরাসের টিকা কিনতে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে সরকার।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের একটি প্রতিষ্ঠান।

এদিকে এব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক বলেছেন, এই টিকা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কেনা হবে। সরবরাহ খরচসহ প্রতি ডোজের দাম পড়বে ৫ মার্কিন ডলার। তবে সরকারের চাহিদার বাইরেও বেসরকারি খাতের কর্মীদের জন্য আরও ১০ লাখ ডোজ ভ্যাকসিন আনার কথা ভাবছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

 

টাইমস/এসএন

Share this news on: